Logo
Logo
×

কোভিড-১৯

এবার ৩০ শতাংশ কম বেতন পাবেন ভারতের এমপিরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫০ পিএম

এবার ৩০ শতাংশ কম বেতন পাবেন ভারতের এমপিরা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে উঠতে আগামী এক বছর ধরে এমপিদের বেতন ৩০ শতাংশ কাটবে ভারত প্রশাসন।

মঙ্গলবার লোকসভায় সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। 

এর আগে, গত ১ এপ্রিল থেকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয়েছিল লোকসভায়। 

সে ধারাবাহিকতায় গত সোমবার এমপিদের বেতন কমানোর প্রস্তাব ভারতীয় সংসদে উত্থাপন করা হয়। 

এখন থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্যের বেতন থেকে প্রতি মাসে ৩০ শতাংশ কেটে নেয়া হবে। সেই টাকা চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। খরচ হবে করোনাভাইরাস এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায়।

৩০ শতাংশ কম বেতন ভারত এমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম