Logo
Logo
×

কোভিড-১৯

অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ এএম

অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত

ফাইল ছবি

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনামুক্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো। রোববার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
বিনতা মাহবুব বলেন, তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। আগের থেকে ভালো আছেন। সকালে নাশতা করেছেন। 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর পর গত ১৮ সেপ্টেম্বর ভোরে মাহবুবে আলমকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এদিন ভোরে হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃৎযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে।


 

অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম