Logo
Logo
×

কোভিড-১৯

এবার শীতে বিয়ে সীমিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৪:৫৮ এএম

এবার শীতে বিয়ে সীমিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার শীতকালে বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, শীতের সময় বিয়েশাদি হয়, এটা সীমিত করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেটা হয়, মিলাদ এগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে করতে হবে। পিকনিক হয়, কক্সবাজারে লাখো মানুষ গাদাগাদি করে হাঁটছে দেখলাম। এগুলো করলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, সেকেন্ড ওয়েভের কারণে বিশ্বের অনেক দেশেই আবার লকডাউন দিচ্ছে। মৃত্যুর হার ১০ ভাগের বেশি হয়ে গেছে। আমরা চাই না আমাদের এখানেও এমন কিছু হোক। স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও কোভিড-১৯ নিয়ে কাজ শুরু করেছে। কাজেই কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হলেও জনমনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকারের ‘প্রস্তুতি রয়েছে’ বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের টিকা আনার বিষয়ে ‘শিগগিরই’ সুখবর দেয়ার আশাবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভা্ইরাসের ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। অল্প দিনের মধ্যে জানা যাবে, বাংলাদেশের ভ্যাকসিনের ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও অনুমোদন পেয়ে গেছি। ভ্যাকসিন যেটা প্রয়োজন হবে, ভালো হবে সেটার ব্যবস্থা আমরা করব।

তিনি বলেন, বাংলাদেশে চক্ষুদাতার সংখ্যা কম। চক্ষুদানে উৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।

বিয়ে শীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম