Logo
Logo
×

কোভিড-১৯

রুহুল কবির রিজভীর স্ত্রী আইভী করোনায় আক্রান্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

রুহুল কবির রিজভীর স্ত্রী আইভী করোনায় আক্রান্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার থেকে জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও তার স্ত্রীর ছোট বোন তাহমিদা আক্তারও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিও একই বাসায় থাকেন। রুহুল কবির রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করে বর্তমানে বাসায় আছেন। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী. স্ত্রী আইভী. করোনায় আক্রান্ত.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম