Logo
Logo
×

কোভিড-১৯

করোনায় মুয়াজ্জিনের মৃত্যু

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৫:০৬ পিএম

করোনায় মুয়াজ্জিনের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে করোনায় মফিজ উদ্দিন (৭৮) নামে এক জামে মসজিদের মুয়াজ্জিন মারা গেছেন। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মফিজ উদ্দিন উপজেলার মোসলেমাবাদ গ্রামের ডাক্তার বাড়ি জামে মসসিদের মুয়াজ্জিন ছিলেন।

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার জানান, ১৩ এপ্রিল জামালপুর জেনারেল হাসপাতালে পরীক্ষায় মফিজ উদ্দিনের করোনা পজিটিভ রিপোর্ট অসে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, মফিজ উদ্দিন খুবই নিরীহ ও ভালো মনের মানুষ ছিলেন।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম