Logo
Logo
×

কোভিড-১৯

করোনায় প্রাণ গেল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৫:৩৭ পিএম

করোনায় প্রাণ গেল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের

কুমিল্লায় করোনায় প্রাণ গেল জেলার বরুড়া উপজেলার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ভূঁইয়ার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুবুর রহমান (৭১) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাবেক এমপি হাজী ইয়াছিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাহবুবুর রহমান ভূঁইয়া। পরে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এলেও বেশ অসুস্থ ছিলেন তিনি। সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাহবুবুর রহমান বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগদান করে বরুড়া উপজেলায় দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-৭ (বরুড়া) আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আবারও ফিরে আসেন বিএনপিতে।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম