Logo
Logo
×

কোভিড-১৯

ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের পাশে খাদ্য নিয়ে কুমিল্লার ডিসি

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১১:৫৪ এএম

ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের পাশে খাদ্য নিয়ে কুমিল্লার ডিসি

কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে নগরীর অসহায় ছিন্নমূল মানুষের কাছে ছুটে যাচ্ছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। গভীর রাতে ঘুমিয়ে থাকা এসব ছিন্নমূল মানুষের কাছে উপহার পৌঁছে দিচ্ছেন তিনি নিজেই।

বুধবার গভীর রাতে নগরীর কান্দিরপাড় ও রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘুমিয়ে থাকা মোট ১৫০টি অসহায় পরিবারের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কুমিল্লায় মোট চার হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পাবে। এর মধ্যে তিন দিনে ১ হাজার ৩৯৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে। খুব দ্রুত সবার হাতে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর এ উপহার। যদি প্রয়োজন হয়, উপহার সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম