Logo
Logo
×

কোভিড-১৯

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মে ২০২১, ১০:১২ এএম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: কাদের

ঈদফেরত লোকজনের গাদাগাদি করে যানবাহনে চলাচলে করোনা সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদফেরত জনস্রোতে গাদাগাদি করে চলার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ওবায়দুল কাদের শনিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব আশঙ্কার কথা বলেন।

তিনি বলেন, ঈদ পূর্ববর্তী অবস্থার মতো ঈদের পরে কর্মস্থলে ফিরে আসার যাত্রায় বাঁধভাঙা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সর্বাত্মক চেষ্টায় আপাতদৃষ্টিতে করোনা কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এসময় মন্ত্রী জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী চলাচলের জন্য সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান।
 

করোনা কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম