বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির সস্ত্রীক করোনাক্রান্ত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক মন্ত্রী, সাবেক সিটি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব মো. আমিনুল ইসলাম।
মো. আমিনুল ইসলাম জানান, গত বুধবার করোনা পরীক্ষা করালে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা উভয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।
মীর নাছির তাদের আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
