Logo
Logo
×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে আমিরাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

টস হেরে ব্যাটিংয়ে আমিরাত

এশিয়া কাপের ১৭তম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি আরব আমিরাত বনাম ওমান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ওমান। 

দুই দল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারে। 

অন্যদিকে ওমান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬১ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে অলআউট হয়ে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। 

আজ দুই দলের সামনেই জয়ের সুযোগ। গ্রুপপর্ব থেকে বিদায়ের আগে শান্তনার জয় খুঁজছে তারা। 

ওমান: জতিন্দর সিং (অধিনায়ক), সৈয়দ আমির কালিম, হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), ওয়াসিম আলি, হাসনাইন আলি শাহ, শাহ ফয়সাল, আরিয়ান বিস্ট, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, জিতেনকুমার রামানন্দি।

সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আসিফ খান, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), ধ্রুব পারাশার, হায়দার আলি, মুহাম্মদ রোহিদ, হর্ষিত কৌশিক, মুহাম্মদ জাওয়াদ, জুনায়েদ সিদ্দিকী

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম