Logo
Logo
×

খেলা

শ্রীলংকার বিপক্ষে যে ৩ ছক্কা বদলে দেয় পাকিস্তানের ভাগ্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

শ্রীলংকার বিপক্ষে যে ৩ ছক্কা বদলে দেয় পাকিস্তানের ভাগ্য

শ্রীলংকার বিপক্ষে জয় পেয়ে ফাইনালে আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। খেলার ১৫ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৫ উইকেটে ১০৪। ৩০ বলে প্রয়োজন ছিল ৩০ রান। প্রতিষ্ঠিত ব্যাটার বলতে তখন ছিলেন মোহাম্মদ নওয়াজ। হুসাইন তালাতের ওপরও আস্থা রাখাও ছিল ঝুঁকিপূর্ণ।

তবে, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দুটি বাউন্ডারি মেরে দিলেন হুসাইন তালাত। ১৮তম ওভারে দুষ্মন্তে চামিরাকে তিনটি ছক্কা হাঁকিয়ে দিলেন মোহাম্মদ নওয়াজ।

শেষ পর্যন্ত ১৮ ওভারেই শ্রীলংকাকে (১২ বল হাতে রেখে) ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল পাকিস্তান। ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ এবং ৩০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন হুসাইন তালাত।

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে সূচনাটা ভালোই করেছিলেন সাহিবজাদা ফারহান ও ফাখর জামান। ৫ দশমিক ৩ ওভারে ৪৫ রানের জুটি গড়েন এই দুই ব্যটার। ১৭ রান করেন ফাখর জামান। ১৫ বলে ২৪ রান করেন সাহিবজাদা ফারহান।

ওপেনিং জুটি ভাঙার পর খেয় হারায় পাকিস্তান। সাইম আইয়ুব ২ রানে, সালমান আগা ৫ রানে আউট হয়ে যান। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ৮০ রানে পড়ে পঞ্চম উইকেট। পরের অংশটুকুতে পাকিস্তানকে আর বিপদে পড়তে দিলেন না মোহাম্মদ নওয়াজ আর হুসাইন তালাত।

শ্রীলংকার হয়ে মহেস থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। দুষ্মন্তে চামিরা নেন ১ উইকেট।

এর আগে শ্রীলংকা টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করতে সক্ষম হয়। ৫০ রান করেন কামিন্দু মেন্ডিস। শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। ৩২ রানে অপরাজিত এবং ২ উইকেট নেওয়ায় হুসাইন তালাত হলেন ম্যান অব দ্য ম্যাচ।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম