শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা
|
ফলো করুন |
|
|---|---|
টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটে নড়বড়ে পারফরম্যান্স দেখালেও ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টায় আছে পাকিস্তান দল। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও লড়াকু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শাহিন আফ্রিদির দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফয়সালাবাদে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২২ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৯ রান।
ইনিংসের শুরুটা এদিন মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ২২ রানেই তারা হারায় টপ অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। শূন্য হাতে সাজঘরে ফেরেন ফখর জামান, ১১ রানে অধিনায়ক বাবর আজম এবং ৪ রানে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান।
চাপ সামলে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সাইম আইয়ুব ও সালমান আলি আগা। দু’জন মিলে গড়েন ৯২ রানের মূল্যবান জুটি। ৬৬ বলে ৫৩ রান করে ফিরেন সাইম, আর ১০৬ বল খেলে ব্যাট হাতে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯ রান যোগ করেন সালমান। হুসাইন তালাতও সাজঘরে ফেরেন খুব অল্প সময়েই।
শেষদিকে ইনিংস সামাল দেন মোহাম্মদ নওয়াজ, তিনি ৫৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন। ফাহিম আশরাফ করেন ১৮ বলে ২৮ রান, আর ৯ বলে অপরাজিত ১২ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নান্দ্রে বারগার, ১০ ওভারে ৪৬ রান দিয়ে তিনি শিকার করে নেন ৪ উইকেট। এনকাবায়োমজি পিটার পান ৩টি এবং করবিন বোস তুলে নেন ২টি উইকেট।
