Logo
Logo
×

ক্রিকেট

অলিম্পিকে খেলা হবে না বাংলাদেশ-পাকিস্তানের, নেপথ্যে আইসিসির এই নিয়ম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

অলিম্পিকে খেলা হবে না বাংলাদেশ-পাকিস্তানের, নেপথ্যে আইসিসির এই নিয়ম

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮–এ ক্রিকেট ফিরছে বহু বছর পর

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮–এ ক্রিকেট ফিরছে বহু বছর পর। কিন্তু এই আনন্দের মধ্যেই বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের জন্য আসছে হতাশার খবর। নতুন নিয়ম অনুযায়ী হয়তো দলটা এই আসরে খেলতেই পারবে না।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পুরুষ ও নারী—দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে। তবে দলগুলো বাছাই করা হবে না আইসিসির টি–টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী, বরং অঞ্চল বা মহাদেশভিত্তিক যোগ্যতা নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রতিটি মহাদেশ থেকে শুধু একটি দল সুযোগ পাবে।

এই নিয়ম অনুযায়ী, এশিয়া থেকে জায়গা প্রায় নিশ্চিত ভারতের। টি–টোয়েন্টিতে বর্তমানে ভারতই এশিয়ার সেরা দল। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান যারা সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে আছে, তারা বাদ পড়তে পারে।

একটি সূত্র জানায়, ছয় দলের মধ্যে পাঁচটি আসবে মহাদেশভিত্তিক যোগ্যতা থেকে, আর ষষ্ঠ দলটি নির্ধারিত হবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে। 

অবশিষ্ট একটি স্থান নিয়ে এখনো আলোচনা চলছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না, কিংবা ওয়েস্ট ইন্ডিজকে সুযোগ দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি অলিম্পিক কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেস ২০২৮–এ পুরুষ ও নারীদের টি–টোয়েন্টি ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ কেবল তখনই সুযোগ পেতে পারে, যদি এশিয়া থেকে একাধিক দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। অন্যথায় ক্রিকেটপ্রেমীরা হয়তো ২০২৮ অলিম্পিকে ভারত–পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাবেন না।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই, যেখানে ক্রিকেটের প্রতিযোগিতায় থাকবে ২৮টি ম্যাচ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম