লিটস দাস
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) ইতোমধ্যে শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায় নামবেন নিজের শততম টেস্টে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি।
মুশফিকের পাশাপাশি আরেকজন টাইগার ব্যাটারও আছেন গুরুত্বপূর্ণ মাইলফলকের সন্নিকটে, তিনি হলেন লিটন কুমার দাস। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রান পূরণের সুযোগ হাতছানি দিচ্ছে তাকে।
এখন পর্যন্ত ৫১ টেস্টে লিটনের সংগ্রহ ২৯২৯ রান; আর মাত্র ৭১ রান করলেই তিনি প্রবেশ করবেন তিন হাজার রানের ক্লাবে। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত রয়েছে ১৮টি অর্ধশতক ও ৪টি শতকের ইনিংস। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম- তার ঝুলিতে রয়েছে ৬৩২৮ রান। দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল, ৭০ টেস্টে ৫১৩৪ রান তার। মুমিনুল হকের রান ৪৬২৭, আর সাকিব আল হাসানের ৪৬০৯। প্রথম বাংলাদেশি হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৩০২৬ রান নিয়ে আছেন লিটনের ঠিক ওপরে, পঞ্চম স্থানে।

