শাহরুখের দলের কোচিং প্যানেলে সাবেক কিউই তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নতুন আসর শুরু হতে এখনও বেশ কিছু সময় বাকি। তবে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বলিউড কিং শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে রয়েছে।
২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত আইপিএলে তারা তেমন ভালো করতে পারেনি, যার ফলে দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে বরখাস্ত করে নতুন পরিবর্তন আনতে শুরু করে কলকাতা।
অক্টোবরের শেষের দিকে কলকাতা তাদের নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিয়োগ দেয়। তিনি এর আগে কলকাতার সহকারী কোচের দায়িত্বে ছিলেন এবং ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন। নায়ারের পর, কলকাতা তার সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসনকে নিয়োগ দেয়। এছাড়া, নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি বোলিং কোচ হিসেবে কলকাতার সাথে যোগ দিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেছেন, ‘কেকেআর পরিবারের অংশ হিসেবে টিম সাউদিকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। এবার তিনি কোচিংয়ের দায়িত্বে যোগ দিয়েছেন এবং আমাদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে তার অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা বড় ভূমিকা পালন করবে। তার নেতৃত্বের গুণ ও শান্ত মনোভাব আমাদের তরুণ বোলারদের জন্য আদর্শ দিকনির্দেশক হবে।’
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাউদি কোচিংয়ে যোগ দিয়েছেন এবং ইংল্যান্ডের বোলিং বিভাগে কাজ করেছেন। এক সময় কলকাতা নাইট রাইডার্সের পেসার হিসেবে আইপিএলে প্রতিনিধিত্ব করা সাউদি এবার তাদের কোচিং দলের অংশ হলেন। তিনি বলেছেন, ‘কলকাতা আমার কাছে সবসময়ই একটি ঘরের মতো, তাদের হয়ে নতুন ভূমিকায় ফেরা অনেক সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির দারুণ সংস্কৃতি, অনুরাগী সমর্থক এবং খেলোয়াড়দের চমৎকার দল রয়েছে। ২০২৬ আইপিএলে দলকে সাফল্য অর্জনে সহায়তা করতে আমি বোলারদের নিয়ে কাজ করব।’

