কোহলি-ঋতুরাজের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুর স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় গড়েছে ভারত।
বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।
এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩১ ম্যাচে অংশ নিয়ে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।
ঋতুরাজ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তিনি ৯৩ বলে সাত চার আর তিন ছক্কায় ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এছাড়া ৪৩ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। ২৭ বলে দুই বাউন্ডারিতে ২৪ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।
ঋতুরাজ এবং বিরাট কোহলির জোড়া সেঞ্চুরি ম্যাচে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় গড়েছে ভারত।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৯ রান করে ভারত। বিশাল টার্গেট তাড়া করে ১৭ রানে হেরে যায় প্রোটিয়ারা।
সিরিজের প্রথম ওয়ানডের মতো আজ রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতেও রানের রেকর্ড গড়েছে ভারত। আজ সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত।
