টানা ২০ ম্যাচে টস হেরে ভারতের বিরল রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রথম ওয়ানডে দল হিসেবে টানা ২০ ম্যাচে ভারত টস হেরেছে। ক্রিকেটের অন্যতম পরাশক্তি এই দল এবার ভিন্নধর্মী এক রেকর্ডে নাম লেখাল।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারত ২০তম টসে হারে। বিষয়টি একইসঙ্গে মজার এবং বিস্ময়কর। এই পরিসংখ্যানটি সমর্থক এবং বিশ্লেষকদেরও অবাক করেছে।
রায়পুরের স্টেডিয়ামে রাহুল বেশ আশাবাদী হয়েই টস করতে যান যে হয়ত এবার তাদের এই টস না জেতার ধারাটির সমাপ্তি ঘটবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ‘হেডস’ ডাকেন এবং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে ভারতের অপ্রত্যাশিত এই রেকর্ডের ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো।
আনুমানিক হিসেবে ধারাবাহিকভাবে ২০টি টস হারার সম্ভাবনা ১-এর মধ্যে ১০,৪৮,৫৭৬—যা ভারতের দুর্ভাগ্যের ধারার বিষয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
টস শেষে রাহুল হাসিমুখে বলেন, ‘সত্যি বলতে, আমার জন্য এটি ছিল সবচেয়ে চাপের মুহূর্ত কারণ আমরা অনেক দিন ধরে টস জিতিনি। আমি প্রস্তুত থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে এতে তেমন কোনো লাভ হয়নি।’
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের এই ধারাবাহিকতা শুরু হয় এবং রাহুলের নেতৃত্বে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
