বিপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন হাবিবুল বাশার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে আসন্ন বিপিএলে নিজেদের মেন্টর ও ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে বিপিএল শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হাবিবুল। চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও মেন্টর হিসেবে নিয়োগ পাওয়ার পরও তিনি থাকছেন না আসন্ন বিপিএলে।
বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘কিছু পারিবারিক কারণে আমি এই বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
রয়্যালস তাকে দুটি ভূমিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। প্রথমবারের মতো বিপিএলে নামা এই দল তার অভিজ্ঞতা ও নেতৃত্ব থেকে বড় উপকার পাবে বলে আশা করেছিল। তাই তার হঠাৎ সরে দাঁড়ানো দলটির জন্য বড় ধাক্কা। নতুন মৌসুমের প্রস্তুতির সময় দলকে নতুন সমাধান খুঁজতে হবে।
চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে সরাসরি চুক্তিতে স্থানীয় ক্রিকেটার মাহেদী হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে।
