Logo
Logo
×

ক্রিকেট

লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের লিডে আছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে অস্ট্রেলিয়া শুক্রবার (৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান করেছে।

শেষের দিকে আলেক্স ক্যারি ৪৬ এবং মাইকেল নেছার ১৫ রান করে অপরাজিত ছিলেন। তারা দুজন শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানে শেষ করা ইংল্যান্ড আজ মাত্র ৯ রান যোগ করতে পেরেছে। দলীয় ৩৩৪ রানের লক্ষ্যে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হন, তবে টপ অর্ডারের ব্যাটসম্যান জো রুট ২০৬ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১৩৮ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট শিকার করে নেন। এছাড়া মাইকেল নেছার, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডান ডগেট একজন করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো খেলেন। ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস লাবুশেন ৬৫ রান করেন। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ এবং জশ ইংলিস ২৩ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি এবং জোফরা আর্চার ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

ইংল্যান্ড ১ম ইনিংস- ৩৩৪ (৭৬.২ ওভার); রুট ১৩৮*, ক্রাওলি ৭৬; স্টার্ক ৬-৭৫, নেছার ১-৪৩

অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৩৭৮/৬ (৭৩ ওভার); ওয়েদারল্ড ৭২, লাবুশেন ৬৫; কার্স ৩-১১৩, স্টোকস ২-৯৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম