Logo
Logo
×

ক্রিকেট

‘ক্রিকেটের চেয়ে বেশি কাউকে ভালোবাসি না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

‘ক্রিকেটের চেয়ে বেশি কাউকে ভালোবাসি না’

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার এবং সুরকার পলাশ মুচ্ছলের বিবাহ স্থগিত নিয়ে সম্প্রতি বড় আলোচনা হয়েছে। অনেক জল্পনার পর স্মৃতি নিজেই জানিয়েছেন, তাদের বিয়ে বাতিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর এখনো আলোচনার বিষয়। তবে স্মৃতি সব অশান্তি পেছনে রেখে ক্রিকেটের প্রতি মনোযোগ দিতে চাইছেন।

ভারতীয় জার্সি গায়ে ১২ বছর ধরে খেলছেন স্মৃতি। চলতি বছর ভারতেই অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দও পেয়েছেন। এরপর দীর্ঘদিনের প্রেমিক পলাশের সঙ্গে বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও হঠাৎ তা স্থগিত হয়। প্রথমে বাবার অসুস্থতার খবর আসে, পরে পলাশের অসুস্থতার কথা শোনা যায়। পাশাপাশি গুঞ্জন ওঠে, পলাশ সম্পর্ক নিয়ে প্রতারণা করেছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টে স্মৃতি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চাই। তবে স্পষ্ট করতে চাই– আমাদের বিয়ে বাতিল হয়েছে। অনুরোধ করছি, আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো সম্মান করুন।’ পলাশও নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

স্মৃতি মান্ধানা বলেন, ক্রিকেটই তার সবচেয়ে বড় ভালোবাসা। ভারতীয় জার্সি গায়ে খেলতে পারা তাকে প্রেরণা দেয় এবং জীবনের অন্যান্য সমস্যাকে ভুলে যাওয়ায় সাহায্য করে। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে অসংখ্য রেকর্ড করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ছোট বেলা থেকেই ক্রিকেটে আগ্রহ ছিল এবং তিনি সবসময় চেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই তার নাম পরিচিত হোক।

বিশ্বকাপ জয়ের পর সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা জানান, এই জয়ের জন্য বহু বছর ধরে সংগ্রাম করেছেন। মিতালি রাজ ও ঝুলন গোস্বামীদের মতো কিংবদন্তিদের উপস্থিতি আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। স্মৃতি বলেন, ‘আমরা খেলেছি শুধু নিজেদের জন্য নয়, পুরো নারী ক্রিকেটের জন্য। শূন্য থেকে শুরু করাই আমাদের শেখায় খেলায় আত্মবিশ্বাস বজায় রাখতে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম