Logo
Logo
×

ক্রিকেট

এক ওভারে ৫ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

এক ওভারে ৫ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম তিন বলে তিনটি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে।

বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।

আরও পড়ুন
কেন ঢাকায় দেশি কোচ বেশি?

আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবার হলেও ঘরোয়া বা অন্যান্য স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া আগে দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি গড়েছিলেন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ১৪ বার ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০১৯ সালে লাসিথ মালিঙ্গার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেওয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম