Logo
Logo
×

ক্রিকেট

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে কামিন্সের উন্নতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে কামিন্সের উন্নতি

ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট খেলতে না পারা প্যাট কামিন্স তৃতীয় টেস্টে ফিরে দারুণ পারফর্ম করেছেন। তার এই পারফরম্যান্সের ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান হয়েছে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স।

ব্যাট হাতে অ্যাডিলেড টেস্টে শতক হাঁকানো ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারিও র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। হেড চার ধাপ এগিয়ে স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে চার নম্বরে আছেন। ক্যারি ছয় ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা দশে পৌঁছেছেন, বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন।

মিচেল স্টার্ক এক ধাপ পিছিয়ে তিন নম্বরে অবস্থান করছেন, তবে ভারতের পেসার বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। জো রুটের পয়েন্ট ৮৮৭ নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ডেভন কনওয়ের দুই ইনিংসে যথাক্রমে ২২৭ ও ১০০ রান করার ফলে তার র‍্যাঙ্কিং ১৭ ধাপ উন্নতি পেয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও দুই ইনিংসে সেঞ্চুরি করার ফলে সাত ধাপ এগিয়ে ৩১তম স্থানে আছেন।

ক্যারিবীয়ান কেভাম হজ ১১ ধাপ উন্নতি করে ৬৬তম স্থানে, তার সতীর্থ ব্র্যান্ডন কিং ২৭ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে পৌঁছেছেন। জেকব ডাফি দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেটসহ মোট ৯ উইকেট নেয়ার ফলে ১০ ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে, আর এজাজ প্যাটেল চার ধাপ এগিয়ে ২৪তম স্থানে রয়েছেন।

জফরা আর্চার ম্যাচে ৬ উইকেট নিয়ে ২৩ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে পৌঁছেছেন। মিচেল স্টার্ক ব্যাট-বোলিং মিলিয়ে দারুণ পারফর্ম করে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম