Logo
Logo
×

ক্রিকেট

বিপিএল ২০২৬

মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগেই চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি আর্থিক সমস্যা দেখিয়ে লিগ থেকে সরে গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম দলের মালিক কাইয়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে পাঠানো চিঠিতে জানিয়েছিলেন, অর্থনৈতিক জটিলতার কারণে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। এতে বিপিএলের শুরুতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এরপর বিসিবি চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নেয়। দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। শুরুতে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি কোম্পানির হাতে ছিল, যাকে নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল। তারা নিয়মিত পারিশ্রমিক বা ব্যাংক গ্যারান্টি পুরোপুরি প্রদান করেনি, যার কারণে তিন বিদেশি ক্রিকেটারও টুর্নামেন্ট থেকে সরে গেছেন। তারা হলেন– পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

চট্টগ্রাম দলের ভেতরের অস্থিরতা এখানেই শেষ হয়নি। মূলত প্রধান কোচের পদ নিয়ে অবস্থান পরিবর্তন হয়েছে। প্রথমে মমিনুল হককে কোচ ঘোষণা করা হলেও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে দায়িত্ব দেয়া হয়। বিপিএল শুরু হওয়ার একদিন আগেও কোচ মাইলস বাংলাদেশে আসেননি।

এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সব কার্যক্রম দেখভাল করবে বিসিবি। ইতোমধ্যে দলটির বিদেশি ক্রিকেটার ও কোচ নিয়ে চূড়ান্ত আয়োজন চলছে। খেলোয়াড়দের জন্য এ সিদ্ধান্ত স্বস্তির খবর।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের সঙ্গে রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে খেলবে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড

নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম ও মির্জা তাহির বেগ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম