ফেসবুকে বড় দিনের শুভেচ্ছা জানালেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতি বছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে আনন্দ–উৎসবের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ বড়দিন বা ক্রিসমাস উদ্যাপিত হয়। এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার বার্তায় সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো শিশুদের এবং যারা কঠিন ও দুর্বিষহ জীবনের মুখোমুখি হয়েছে, তাদের কথা গভীরভাবে স্মরণ করা হয়েছে।
শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে সাকিব সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তার পোস্টে স্মরণ করিয়ে দেন, শিশুরা রাজনীতি বোঝে না—তারা সাধারণ মানুষ। বড়দিন উপলক্ষে সাকিব আল হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তাটি হুবহু তুলে ধরা হলো।
রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!
এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—
সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।
লক্ষ্মীপুরের শিশু আয়শা,
মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!
ওরা কেউ রাজনীতি বোঝে না,
ধর্ম বোঝে না—
তবুও ওদের জীবন দিতে হয়েছে!
শিশুদের জন্য,
শিশুদের ভবিষ্যতের জন্য,
মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—
সর্বোপরি
শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?
ভালো থেকো, সুস্থ থেকো—
আগামী গড়বার কারিগর,
আমাদের আগামী প্রজন্ম।
সবাইকে বড় দিনের শুভেচ্ছা
