|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী এক্সপ্রেসের তারকা ক্রিকেটার সৌম্য সরকার পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) প্রথম পর্বে, অর্থাৎ সিলেট পর্বে খেলতে পারছেন না।
বিপিএলের এবারের আসর শুক্রবার দুপুর থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেসও।
দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে। তবে সৌম্য সরকার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। জানা গেছে, পারিবারিক কারণে বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তাই বিপিএলের প্রথম ম্যাচ এবং সিলেট পর্বে তার না খেলাই নিশ্চিত।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম পর্ব থেকে সৌম্য সরকারের খেলা শুরু হবে এবং এরপর থেকে নিয়মিত খেলবেন এই অলরাউন্ডার। এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দিচ্ছেন সৈকত আলী।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:
সরাসরি চুক্তি: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, হাসান ইশাখিল, মাজ সাদাকাত, সেদিকউল্লাহ অটল, মোহাম্মদ নবি।
নিলাম থেকে: জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।

-694e4b2599a61.jpg)