জেন-জেড ক্রিকেট টুর্নামেন্টে মিরপুর লায়ন্স চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গোলারটেক জেন-জেড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২-এ চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর লায়ন্স। শনিবার মিরপুর-১ নম্বর গোলারটেক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনালে দ্য মিরপুরিয়ানকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জেতে মিরপুর লায়ন্স।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টস হেরে আগে ব্যাট করে ১৫ ওভারে আট উইকেটে ১৩৯ রান করে দ্য মিরপুরিয়ান। তিন ছয় ও দুই চারে ১৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন সাঈদ। এ. কে. ডাব্লুর ব্যাট থেকে আসে ১১ বলে ২৬ রান। আসিফ ও ফাইনালের সেরা খেলোয়াড় রেজাউল ইসলাম নেন তিনটি করে উইকেট।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট বল ও তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মিরপুর লায়ন্স (১৪৩/৭)। ২২ বলে পাঁচটি ছয় ও তিনটি চারে সর্বোচ্চ ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ফয়সাল ইসলাম। ১৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন সাইফুল শাওন। তার ইনিংসে ছিল তিনটি ছয় ও একটি চার। তাপস দাস, সজীব ইসলাম ও সাইফুল্লাহ বিন সাগর নেন সমান দুটি করে উইকেট।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার হয়েছেন দ্য মিরপুরিয়ানের সাঈদ (১৩০ রান)। ছয় উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার একই দলের সাইফুল্লাহ বিন সাগর। আট দলের এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মিরপুর পাওয়ার পাঞ্চার্সের অধিনায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান।
