Logo
Logo
×

ক্রিকেট

বিজয় হাজারে ট্রফিতে খেলে যত টাকা পান রোহিত–কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ এএম

বিজয় হাজারে ট্রফিতে খেলে যত টাকা পান রোহিত–কোহলি

আইপিএলে যে প্রচুর টাকার ঝনঝনানি আর গ্ল্যামার থাকে, তা অনেকেই জানে। সেখানে এক রাতেই লাখো-কোটিপতি হওয়া সম্ভব। তবে ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট 'বিজয় হাজারে ট্রফি' কিছুটা সাদামাটা, যেখানে আইপিএলের মতো সে ধরনের ব্যাপক সাড়া পাওয়া যায় না। কিন্তু এবারের আসরটি একটু আলাদা, কারণ দীর্ঘ সময় পর এই টুর্নামেন্টে খেলছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

এবারে কোহলি ও রোহিত একসঙ্গে খেলার কারণে টুর্নামেন্টটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে, অনেকেই জানাতে চান, আইপিএলে যেখানে তারা কোটি কোটি রুপি পান, সেখানে বিজয় হাজারে ট্রফিতে তাদের পকেটে ঠিক কত টাকা ঢুকছে।

আইপিএলে যেভাবে নিলাম হয়, এখানে সেরকম কিছু নেই। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারিত, যা মূলত তাদের লিস্ট 'এ' ম্যাচের অভিজ্ঞতার ওপর নির্ভর করে।

যারা ৪০টি বা তার বেশি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন, তারা একাদশে থাকলে ম্যাচপ্রতি ৬০ হাজার রুপি পাবেন, আর একাদশে না থাকলে পাবেন ৩০ হাজার রুপি। যারা ২১ থেকে ৪০টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন, তারা একাদশে থাকলে ৫০ হাজার রুপি এবং বেঞ্চে থাকলে ২৫ হাজার রুপি পাবেন। আর যারা ২০ ম্যাচের কম খেলেছেন, তারা একাদশে থাকলে ৪০ হাজার রুপি এবং বেঞ্চে থাকলে ২০ হাজার রুপি পাবেন।

এবার কোহলি দিল্লির হয়ে এবং রোহিত মুম্বাইয়ের হয়ে খেলছেন। তাই, তাদের জন্য ম্যাচপ্রতি আয় হচ্ছে ৬০ হাজার রুপি, কারণ তারা সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের কোটায় রয়েছেন। তবে, এটা তাদের জন্য মোটেও অনেক টাকা নয়। কারণ ভারতীয় ক্রিকেট দলের হয়ে এক ওয়ানডে খেললে তারা ৬ লাখ রুপি পান। অর্থাৎ বিজয় হাজারে ট্রফিতে ১০টি ম্যাচ খেললে, তাদের যা আয় হবে, তা একটি ওয়ানডে খেলার সমান।

এছাড়াও, এই টুর্নামেন্টে যাতায়াত, খাবার এবং আবাসনের জন্য আলাদা ভাতা দেয়া হয়। আর যদি কেউ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন, তবে তার পকেটে আরও ১০ হাজার রুপি ঢুকে যায়।

কোহলি এবং রোহিত ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলেছেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। মূলত সেই সিরিজের প্রস্তুতির জন্যই তারা ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। তবে, পরবর্তী ম্যাচগুলোতে তারা খেলবেন কি না, তা নিয়ে এখনো কোনো নিশ্চিততা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম