সিলেটের ব্যাটিং বিপর্যয়, সহজ লক্ষ্য পেল বরিশাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাট হাতে স্বাগতিক দর্শকদের বিনোদন দিতে পারলেন না সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। ফরচুন বরিশালের বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ে একশ ছোঁয়ার আগেই ৮ উইকেট খুইয়ে বসে দলটি। শেষদিকে আরিফুল হকের ৩৬ রানের লড়াকু ইনিংসে ১২৫ পর্যন্ত পৌঁছাতে সমর্থ হয় তারা। তবে তামিম ইকবালের বরিশালের জন্য এই লক্ষ্য মোটেই কঠিন হওয়ার কথা নয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। রানের খাতা খোলার আগেই ওপেনার রনি তালুকদারের (০) উইকেট হারায় সিলেট। তবে অন্য ওপেনার রাকিম কর্নওয়াল (১৮), জাকির হাসান (২৫) এবং জর্জ মানসিদের (২৮) ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি দলটির। ৭ ওভারেই তারা স্কোরবোর্ডে ২ উইকেটে ৭০ রান জমা করেন।
ধসের শুরুটা হয় নবম ওভারে। এক বলের ব্যবধানে মানসি এবং অ্যারন জোনসকে সাজঘরের পথ চেনান জাহানদাদ খান। সেই যে আসা-যাওয়ার মিছিল শুরু, তা আর থামেনি। ২ উইকেটে ৭৬ থেকে মুহূর্তেই ৮৯ রানে ৮ উইকেট হাওয়া হয়ে যায় দলটির। তবে আরিফুলের ২৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রানের ইনিংসে একশ পার করতে সক্ষম হয় সিলেট।
বরিশালের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পাকিস্তানি পেসার জাহানদাদ ও বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন।
