Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীদের কেন সাদা ব্লেজার পরানো হয়?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীদের কেন সাদা ব্লেজার পরানো হয়?

ছবি: সংগৃহীত

সরফরাজ খানের ট্রফি নিয়ে উল্লাসের কথা মনে আছে? থাকলে মনকে আরেকটু জোর দেন। সাদা ব্লেজার পরেছিলেন পাকিস্তানের অধিনায়ক। রোহিত শর্মাদের ছবিটিও মাথায় ভাসছে নিশ্চয়! তার পরণেও ছিল সাদা ব্লেজার। প্রশ্ন হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলের খেলোয়াড়দের গায়ে সাদা ব্লেজার ওঠে কেন?

মূলত মর্যাদা বাড়াতেই সাদা ব্লেজার দেওয়া হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কারণে সেটি পেয়েছে ভারত। আগেরবার পরে ছিল পাকিস্তান। গল্ফে মাস্টার্স চ্যাম্পিয়নদের যেমন মর্যাদাপূর্ণ সবুজ জ্যাকেট দেওয়া হয়, তেমনি ক্রিকেটের এই আসরে পরানো হয় সাদা ব্লেজার।

আইকনিক সাদা জ্যাকেট ‘সম্মানের প্রতীক’ হিসেবে কাজ করে। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের প্রতিটি সদস্য গর্বের সঙ্গে পরেন। তবে শুরু থেকে ছিল না এই রীতি। ২০০৯ সালে প্রথমবার আইসিসি সিদ্ধান্ত নেয়, এই আসরের চ্যাম্পিয়নদের আলাদা করে সম্মান দেখাবে। সেই থেকেই আসে সাদা ব্লেজার।

ট্রফির মিশনে নামা দুটি দলই নিজস্ব টেইলার্স নিয়ে আসে। ফাইনালের কদিন আগেই নেওয়া হয় খেলোয়াড়দের মাপ। বানানো হয় ব্লেজার। ভারতের এবারের ব্লেজারটি বানানো হয়েছিল ইতালিয় উল, মার্জিত সোনার বিনুনি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর সোনালি কনট্যুর দ্বারা। মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম এর ডিজাইন করেছেন।

যা শিরোপার মঞ্চে শোভা পেয়েছিল রোহিত-কোহলিদের গায়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাকে চ্যাম্পিয়নরা ভাবেন সাফল্য আর ব্লেজারটিকে উত্তরাধিকার।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভারত সাদা ব্লেজার

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম