Logo
Logo
×

খেলা

বর্তমান প্রজন্মের সেরা ফিল্ডার হিসেবে যাকে মেনে নিলেন জন্টি রোডস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:০২ পিএম

বর্তমান প্রজন্মের সেরা ফিল্ডার হিসেবে যাকে মেনে নিলেন জন্টি রোডস

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ফিল্ডার হিসেবে কারো নাম মাথায় আসলে সবার আগে আপনার চোখে ভাসবে জন্টি রোডসকে। ব্যাটিং-বোলিংয়ের বাইরে ফিল্ডিং দিয়েও যে ম্যাচ জেতানো যায় তার বড় প্রমাণ এই দক্ষিণ আফ্রিকান। ফিল্ডিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। সেই তিনিই এবার বেছে নিয়েছেন বর্তমান প্রজন্মের সেরা ফিল্ডারকে।

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিং দিয়ে আলাদাভাবে নজর কড়েছেন গ্লেন ফিলিপস। ফাইনালে যখন কোনো উইকেট না হারিয়ে দলীয় শত রান পেরিয়ে গিয়েছিল ভারত। উইকেট আদায় করতে পারছিলেন না কিউই বোলাররা। তখন কাভারে দাঁড়িয়ে বাজপাখির মতো ছোঁ মেরে এক অসাধারণ ক্যাচ নিয়ে কিউইদের ব্রেকথ্রু এনে দেন ফিলিপস। সাজঘরে ফিরতে হয় দারুণ খেলতে থাকা শুভমান গিলকে। যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জন্টির মতো লাফিয়ে উড়াল দিয়ে ক্যাচ নেন ফিলিপস

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেস্ট ক্যাচ বলেও অনেকে প্রশংসায় ভাসিয়েছেন ফিলিপসকে। তেমনই এক ক্রিকেটভক্ত ফিলিপসের নেওয়া সেই ক্যাচটি এক্সে শেয়ার করে সেখানে জন্টি রোডসকে মেনশন করে লিখেন, ‘দুঃখিত জন্টি রোডস আমরা ফিলিপসকে এই প্রজন্মের সেরা ফিল্ডার মনে করি।’

ভক্তদের সেই পোস্ট পরে শেয়ার দিয়েছেন প্রোটিয়া এই কিংবদন্তি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুঃখিত হওয়ার কারণ নেই, আমি আপনার সঙ্গে একমত।’

জন্টি রোডাস গ্লেন ফিলিপস চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিউজিল্যান্ড

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম