Logo
Logo
×

খেলা

পোপের সেঞ্চুরি, দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ হ্যারির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:২৫ পিএম

পোপের সেঞ্চুরি, দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ হ্যারির

ওলি পোপের সেঞ্চুরির সুবাদে লিডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৪৬৫ রান। ১৩৭ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করেন ওলি পোপ।

কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুকস। তিনি ১১২ বল মোকাবেলা করে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯৯ রান করে ফেরেন হ্যারি। 

এছাড়া ৯৪ বলে ৬২ রান করেন ওপেনার বেন ডাকেট। ৫২ বলে ৪টি চার আর একটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন জেমি স্মিথ।৩৮ রান করেন ক্রিস ওকস। ভারতের হয়ে ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক শুভমান গিল, উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ আর ওপেনার জয়সওয়ালের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭১ রান করে ভারত।

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ২২৭ বল মোকাবেলা করে ১৯টি চার আর এক ছক্কায় ১৪৭ রান করেন শুভমান গিল। ১৭৮ বলে ১২টি চার আর ৬টি ছক্কায় ১৩৪ রান করেন ঋভষ পন্থ। 

১৫৯ বলে ১৬টি চার আর এক ছক্কায় ১০১ রান করেন ওপেনার জয়সওয়াল। ৭৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন লোকেশ রাহুল। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম