কালো মোজা পরায় শাস্তির মুখে পড়েন শুবমান, এবার পান্ত— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ড্রেস কোড ভাঙায় শাস্তির মুখে পড়েছিলেন শুবমান গিল। ভারতের অধিনায়কের পর সহ-অধিনায়কও আছেন শাস্তির মুখে। অবশ্য ঋষভ পান্ত যা করেছেন তাতে শুধু জরিমানাতেই থামবে না। দুটি আইন ভঙ্গ করেছেন—ম্যাচ ফি তো কাটা যাবেই, আম্পায়ার চাইলে পান্তকে নিষেধাজ্ঞাও দিতে পারে আইসিসি।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের তৃতীয় দিনের ঘটনা। ইংলিশদের প্রথম ইনিংসের ৬১ ওভারের পর আম্পায়ারের কাছে বল নিয়ে যান পান্ত। ভারতের সহ-অধিনায়ক চাইছিলেন বল পরিবর্তন করতে। কিন্তু ফিল্ড আম্পায়ার পল রাইফেল জানিয়ে দেন, বল ঠিক আছে। সিদ্ধান্তটি ভালো লাগেনি পান্তের। মাঠেই বসচা হয়। এরপর ছুড়ে মারেন বল।
আরও পড়ুন
পান্ত অবশ্য আম্পায়ারের গায়ের দিকে মারেননি, উল্টো দিকে বল ছুঁড়েছেন। তাতেই ভেঙেছেন আইসিসির দুটি নিয়ম। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে অস্বিকৃতি জানানোয় ভেঙেছেন আইসিসির ২.৮ ধারা। এছাড়া, ২.৯ ধারার বলা আছে, অনুপযুক্ত উপায়ে আম্পায়ারের দিকে বা তার কাছে বল ছোড়া যায় না। ওই দুটি ধারা লঙ্ঘন করলে আইসিসির লেভেল ওয়ান বা লেভেল টুর আওতায় দণ্ডিত হতে হয়।
এই ধারায় দণ্ডিত হলে জরিমানা তো হবেই, সঙ্গে থাকবে একটি ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা। আম্পায়ার যদি বিষয়টি তোলে, তাহলে বড় ধাক্কা খাবে ভারত। সহ অধিনায়ক ছাড়াই নামতে হবে পরের টেস্টে। যদিও এখনও কিছু নিশ্চিত নয়। তবে অনেকের ধারণা, জরিমানা গুণে তিরস্কার শুনে পার পেয়ে যাবেন পান্ত।
