|
ফলো করুন |
|
|---|---|
লিডস টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। ভারতকে এগিয় নিচ্ছেন ওপেনার লোকেশ রাহুল ও উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
চতুর্থ দিনের প্রথম সেশনের পানি পান বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারত। ৫৪ ও ১৭ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ।
লোকেশ রাহুল প্রথম ইনিংসে ৮ রানের জন্য ফিফটি মিস করেন। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।
অন্যদিকে ঋষভ পন্থ প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে অপরাজিত আছেন।
লিডস টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল (১৪৭), ঋভষ পন্থ (১৩৪) ও জয়সওয়ালের (১০১) সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান করে ভারতীয় ক্রিকেট দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের ৯৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিড নিয়ে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে ভারত।
আজ সোমবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারান অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা গিল তৃতীয় দিনে ৬ রানে অপরাজিত ছিলেন। আজ মাত্র ২ রান করতেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
