Logo
Logo
×

খেলা

সিরাজের প্রশংসায় কপিল ও ওয়াসিম আকরাম

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিরাজের প্রশংসায় কপিল ও ওয়াসিম আকরাম

দ্য ওভাল টেস্টে নয় উইকেট নিয়ে ভারতকে ছয় রানে জিতিয়ে এখনো প্রশংসায় ভাসছেন পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী (১৯৮৩) অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘সিরাজ একজন সত্যিকারের হিরো। তার সবচেয়ে বড় গুণ হলো এই যে, সে অসাধারণ কিছু করার চেষ্টা করে না। বলটা সহজভাবে সঠিক জায়গায় রাখে। এতেই সাফল্য ধরা দেয়।’

শুধু ভারতীয় লিজেন্ড কপিল দেবই নন, সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও সিরাজের প্রশংসা করেছেন প্রাণ খুলে। ‘পাঁচ টেস্টে ১৮৬ ওভার বল করা মুখের কথা নয়। এতে সিরাজের স্ট্যামিনা ও মানসিক শক্তির পরিচয় পাওয়া যায়। সে এখন আক্রমণের প্রাণশক্তি। হৃদয় দিয়ে বোলিং করে,’ বলেছেন কিংবদন্তি বাঁ-হাতি গ্রেট আকরাম। সিরাজের মতো আরও বেশি ক্রিকেটার ভারতের প্রয়োজন। একথা উল্লেখ করে সাবেক ভারতীয় পেসার কপিল দেব বলেন, ‘ওর মতো যত বেশি ক্রিকেটার আমরা পাব, তত বেশি ম্যাচ জিতব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম