ক্রিকেটার থেকে সাংবাদিক ডাউড!
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বিপক্ষে আগেরদিন প্রথম টি ২০তে আট উইকেটে হারের পর কাল সংবাদ সম্মেলনে হাজির হলেন নেদাল্যান্ডসের নোয়াহ ক্রয়েস। নেদারল্যান্ডসের কোনো সাংবাদিক এই সিরিজ কভার করতে আসেননি বাংলাদেশে।
তবে সংবাদ সম্মেলন রুমে দেখা গেল এক ডাচ ক্রিকেটারকে! সাংবাদিকদের মতোই তার হাতে ছিল একটি ক্যামেরা, পকেটে ফোনও ছিল। গায়ে নেদারল্যান্ডস দলের অনুশীলনের জার্সি ও মাথায় ক্যাপ।
তিনি যে খেলোয়াড় বোঝা দায়। ডাচ মিডিয়া ম্যানেজার কোরভে রুডগার্ড নিজেই জানালেন, ম্যাক্স ও’ডাউড সংবাদিক হিসাবে থাকবেন! নোয়াহ তখনো জানেন না তার সতীর্থ ও দলের ওপেনার ডাউড সত্যিই সাংবাদিকতার ভূমিকায় থাকবেন।
সংবাদ সম্মেলন রুমে ওই অবস্থায় দেখে নোয়াহ জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যিই সাংবাদিকের ভূমিকায় থাকবে? ডাউডের সহজ উত্তর, ‘এটাই তো আমার পরবর্তী পেশা!’
