Logo
Logo
×

অপরাধ

বিশেষ অভিযানে সারা দেশে আরও ১২৫৫ জন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৫, ১০:৪০ পিএম

বিশেষ অভিযানে সারা দেশে আরও ১২৫৫ জন গ্রেফতার

প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৭৩৯ আসামি গ্রেফতার হয়েছেন। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫১৬ জন।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি বলেন, ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৩৯ জন আসামি গ্রেফতার হয়েছেন। অন্যান্য ঘটনায় ৫১৬ জন গ্রেফতার হন। এ নিয়ে মোট গ্রেফতার হয়েছেন ১২৫৫ জন।

অভিযানে চার রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি ধারালো ক্রিস, চারটি ছোরা এবং দুটি হাঁসুয়া উদ্ধার হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

অভিযান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম