Logo
Logo
×

জাতীয়

সচিবালয়ে সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর খবরটি ভুয়া

Icon

বাসস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম

সচিবালয়ে সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর খবরটি ভুয়া

সংগৃহীত ছবি

সচিবালয়ে আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরটি গুজব বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্তে কাজ করা ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার সময় হাসিরুন মাহিন সূর্য নামে এক শিক্ষার্থী আহত হন।

তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে বাড়ি ফিরে গেছেন বলে নিজেই রিউমার স্ক্যানারকে জানিয়েছেন। সংস্থাটি বলেছে, ‘সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।’

বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর, ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে নিয়োজিত রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। সংস্থাটির তথ্যমতে, শুধু ২০২৫ সালের এপ্রিলে অনলাইনে ছড়ানো ২৯৬টি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য শনাক্ত করেছে তারা।

রিউমার স্ক্যানার বলেছে, তারা নিয়মিতভাবে অপপ্রচার চিহ্নিত করে জনগণকে সত্য তথ্য জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম