Logo
Logo
×

ঢালিউড

ফিটনেস নিয়ে যা বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

ফিটনেস নিয়ে যা বললেন পরীমনি

পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না। তবে  সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায়ই তাকে সামাজিক মাধ্যমে নানা মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে দিতে দেখা যায়।

সম্প্রতি তার জন্মদিন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। তার জবাবও দিয়েছেন তিনি। তবে এবার অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার নানা রহস্যের কথা জানান।

সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকমতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকমতো জাগতেও পারি না। 'মেইনটেইন জীবনযাপন' যাকে বলে খুব ট্রাই করছি।’

তিনি বলেন, যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়। তাই ওদের সঙ্গে মিলেমিশেই আমার চলতে হয়।

অভিনেত্রী আরও বলেন, মূলত বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি। মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন পরীমনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম