বড়দিনে শান্তি আসুক দেশে, সারা পৃথিবীতে: জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
জয়া আহসান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। যিশুখ্রিষ্টের জন্মতিথিকে বরণ করে নিতে মেতে উঠেছেন সবাই।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালন করা হয়েছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মাতেন বিনোদন জগতের তারকারাও। এবারও ভক্তদের মাঝে বড়দিনের আনন্দ শেয়ার করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এদিন সামাজিক মাধ্যমে বড়দিন উপলক্ষ্যে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেসব ছবিতে দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন জয়া আহসান। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। কাছে রেখেছেন টেডি বিয়ার। ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ রয়েছে।
ছবিগুলো কোত্থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি অভিনেত্রী। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। পোস্টে তিনি লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।
সামাজিক মাধ্যমে জয়া আহসানের এই পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি জয়ার স্নিগ্ধ লুকের প্রশংসাও করেছেন তারা। এ ছাড়া বর্তমানে দেশে এবং বিশ্বে চলমান নানা অস্থিরতার মাঝে অভিনেত্রীর এই শান্তির প্রার্থনা বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্ত-অনুরাগীদের।
