Logo
Logo
×

বিনোদন

আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি: আফজাল হোসেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি: আফজাল হোসেন

ফারিয়া হোসেনের লেখা ‘দেয়ালের অন্তরালে’ নাটকটি নির্মাণ করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। আর বরাবরের মতো ঈদের বিশেষ এই নাটকে অভিনয় করেছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। 

একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা তার কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে প্রায়ই তিনি লেখালেখি করেন ফেসবুকে। সেই ধারাবাহিকতায় এবারও একটি পোস্ট ফেসবুকে দেখা গেল। যেখানে আফজাল হোসেন লিখেছেন—চোর-ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই। 

গতকাল শনিবার (৮ মার্চ) সামাজিকমাধ্যমে পোস্ট করে আফজাল হোসেন আরও লিখেছেন— আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি। সবই বিক্রয়যোগ্য। পয়সা দরকার, বাহবা মেলা দরকার। এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক, অস্বাভাবিক, সুস্থ বা অসুস্থ কারা বোঝা এখন মুশকিল।

এ চিরসবুজখ্যাত অভিনেতা বলেন, একই গ্লাসে ভালো আর মন্দ ঢেলে ঝাঁকিয়ে শরবত বানিয়ে বাজারজাত করা চলছে সগৌরবে। পান করে কেউ বমি করলে দোষের। বাহবা দেওয়া আর বাহবা পেতে চাওয়াদের ও যা খুশি তাই করে, বলে জাতে উঠতে চাওয়াদের সংখ্যা বাড়ছে এবং বেড়েই চলেছে।

আফজাল হোসেন বলেন, অসভ্যতার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রেয়তর ভাবা হয়। চোর, ডাকাত, মূর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে কৃতার্থ হয়েছে- একসময় সে মানসিকতায় অসভ্যের গলায় মালা তো উঠবেই, মিছিল তো হবেই অসভ্যতার পক্ষে।

এ অভিনেতা আরও লিখেছেন— কে প্রশ্ন করবে, এর শেষ কোথায়? প্রশ্ন করাও দোষের কিনা ভেবে দেখতে হয়। মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই সব কিছুর শেষ হবে।

আফজাল হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম