|
ফলো করুন |
|
|---|---|
আসছে ঈদেও মুক্তি পাবে আশনা হাবিব ভাবনা অভিনীত একটি সিনেমা। তবে এটি স্বল্পদৈর্ঘ্য। এর নাম ‘কামনা’। নির্মাণ করেছেন মৌমিতা।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘নির্মাতার এটি প্রথম সিনেমা। আমাকে প্রস্তাব দেওয়ার পর ভাবলাম, একজন নতুন নির্মাতাকে কীভাবে সহযোগিতা করা যায়, আবার গল্পটাও ভালো। তাই এ সিনেমায় অভিনয় করা। এর গল্প নিয়ে আপাতত কিছু বলতে চাই না।’
এদিকে অভিনেত্রী এ ঈদেও থাকছেন আলোচিত সিরিজ ছোটকাকুর নতুন পর্ব নিয়ে।
