Logo
Logo
×

বিনোদন

আরেকটা বিয়ে করলেই সৎবাবা, শাকিবকে কটাক্ষ ওমর সানীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৩০ এএম

আরেকটা বিয়ে করলেই সৎবাবা, শাকিবকে কটাক্ষ ওমর সানীর

সংগৃহীত ছবি

শোবিজের কাজের বাইরে বিভিন্ন ব্যবসায়ীক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন চিত্রনায়ক ওমর সানী। বিভিন্ন সময় ক্যারিয়ার ও সেসব নিয়ে কথাও বলেন। সমসাময়িক ইস্যুসহ ইন্ডাস্ট্রি নিয়েও মাঝে মধ্যে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে কথা বলেছেন তিনি।

শাকিব খানের সাম্প্রতিক সিনেমা ও তার ‘সুপারস্টার’ ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন ওমর সানী। তিনি বলেন, সিনেমা চলে তো দুই দিনও না, এক ঘণ্টাও চলে না। অথচ নিজেকে সুপারস্টার ভাবে। তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। অথচ তাদের সিনেমা এক ঘণ্টাও চলে না। কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে।

এরপর প্রশ্ন আসে, তাহলে শাকিব খানকে কী সুপারস্টার বলা যায়? প্রতি উত্তরে সানী বলেন, জানি না। শাকিব কেন এটা দেখে না, আমি জানি না। এটা আমারও প্রশ্ন। তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার, এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান।

এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, সেই ঘরে যদি সন্তান হয়, তাহলে তুমি কি সৎবাবা হয়ে যাবা নাকি? না তো, এটা ঠিক না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম