Logo
Logo
×

আনন্দ নগর

অবশেষে আক্ষেপ ঘুচল প্রভার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবশেষে আক্ষেপ ঘুচল প্রভার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০০৬ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু তার। ‘লস প্রজেক্ট’ নামে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর অভিনয়েই থিতু হন। কাজ করেছেন বিজ্ঞাপনেও। দুই দশকের ক্যারিয়ারে এখন পর্যন্ত এ অভিনেত্রীকে সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক এমনকি জুনিয়র অভিনেত্রী অনেকেই সিনেমায় নাম লেখালেও, এক্ষেত্রে প্রভা ছিলেন পিছিয়ে। আক্ষেপ করে এক সাক্ষাৎকারে প্রভা বলেছিলেন, ‘সিনেমায় আমার ভাগ্য ভালো না। বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা এগোলেও কাজগুলো আর শুটিং পর্যন্ত গড়ায়নি।’ তবে এবার সেই আক্ষেপ ঘুচল এ অভিনেত্রীর। একসঙ্গে যুক্ত হয়েছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এরইমধ্যে ‘দুই পয়সার মানুষ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন প্রভা। এ সিনেমার কাহিনি সাধারণ মানুষের জীবনের ঘটনা ও সামাজিক বাস্তবতা নিয়ে লেখা। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের নানা দিক ফুটিয়ে তুলবে। পরিচালক জানান, সিনেমাটি সামাজিক বার্তা বহন করার পাশাপাশি দর্শকদের বিনোদিতও করবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ। এ সিনেমায় প্রভার সহশিল্পী এবিএম সুমন।

এদিকে এ অভিনেত্রী বর্তমানে গাজীপুরের হোতাপাড়ায় শুটিং করছেন ‘দেনা পাওনা’ নামে আরও একটি সিনেমার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে প্রভার চরিত্রের নাম নিরুপমা। সিনেমায় তার সহশিল্পী মামনুন হাসান ইমন। প্রথম দুই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন, ‘এর আগেও সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগেরদিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সেই সিনেমাটি মুক্তির পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সিনেমার গানও এখনো মানুষের মুখে মুখে। তাই এবার সেই আক্ষেপ ঘুচেছে। অনেকদিন আগেই এ সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

‘দেনা পাওনা’ সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরের ৫৫ লাখ টাকা অনুদান পায়। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এর কাজ হবে এফডিসিতে। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পায়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে দীর্ঘদিন ধরেই এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। মাঝে বিদেশে একটি পার্লার থেকে মেকআপের ওপর প্রশিক্ষণও নেন। এ নিয়েও মিডিয়াপাড়ায় কানাঘুষা হয়েছে যে, অভিনয়কে বিদায় জানিয়েছেন প্রভা। দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর গত বছর দেশে ফিরেছেন অভিনেত্রী। তিনি জানান, অভিনয় কমিয়ে দিয়েছেন, কিন্তু একেবারে বিদায় নেননি। ভালো গল্প ও চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরবেন। সবকিছু মিলিয়ে প্রভার অভিনয় জীবনে নানা ছন্দপতন ঘটেছিল। অবশেষে তিনি ফিরছেন দুই সিনেমা নিয়ে। অভিনেত্রী হয়তো এমন একটি দিনের অপেক্ষায়ই ছিলেন। তাই সময় নিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘অভিনয় কম করলেও, এসময়টা আমি নিজেকে সময় দিয়েছি। ভালো কিছুর জন্য নিজেকে তৈরি করেছি। অনেক অপেক্ষার পর এ দুটি সিনেমা বেছে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমার অভিনীত সিনেমাগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলবে। দীর্ঘদিন নাটকে অভিনয় করেছি, দর্শক ভালোবাসা পেয়েছি, আশা করি দর্শক আমাকে সিনেমায়ও সেভাবেই ভালোবাসা দিবেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম