প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
* ভুল তথ্য থেকে সতর্ক থাকুন
▶ পেঁপে পাতার রস বা ঘরোয়া জাদু চিকিৎসা এসব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং ক্ষতিকর হতে পারে।
* পানিশূন্যতা প্রতিরোধ
▶ জ্বরে শরীরের পানি দ্রুত কমে যায়, তাই প্রচুর পানি, স্যুপ, ওআরএস পান করুন।
▶ কফি ও সফট ড্রিংক এড়িয়ে চলুন।
* ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
▶ নিজে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ খাবেন না (প্যারাসিটামল ছাড়া)।
▶ জ্বর কমাতে ভেজা তোয়ালে দিয়ে গা মুছতে পারেন।
▶ বিশ্রাম নিন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করুন।
ডেঙ্গু এমন একটি রোগ, যা ১০০ শতাংশ প্রতিরোধযোগ্য যদি আমরা সবাই সচেতন হই। শুধু ব্যক্তিগত নয়, সামাজিক পর্যায়েও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জমে থাকা পানির পাত্রই হতে পারে পুরো এলাকার ডেঙ্গুর কারণ।
