Logo
Logo
×

ডাক্তার আছেন

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১০:২১ এএম

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর

পোর্টেবল ইনসুলিন কুলার: ছবি-সংগৃহীত

 

দীর্ঘ গবেষণায় এবার ডায়াবেটিস রোগীদের জন্য উঠে এলো সুখবর। বাজারে আসতে চলেছে ‘পোর্টেবল ইনসুলিন কুলার।’ 

ভারতের আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের দুই অধ্যাপক ও এক পড়ুয়া প্লাস্টিকের কনটেইনারে তৈরি করে এই ইনসুলিন কুলার। 

ইনসুলিন বহনের জন্য যা দীর্ঘ সফরে ব্যবহার করা সহজ হবে।

সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত রোগী ট্রেন, বাস, বিমান অথবা গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সফর করতে হয়। সফরকালে ইনসুলিনের প্রয়োজন পড়তেই পারে। 

কিন্তু কোথায় ইনসুলিন রাখবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। তা ছাড়া রাস্তাঘাটে সর্বত্র ওষুধের দোকান এবং ইনসুলিন পাওয়াও সম্ভব নয়। 
তাই তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ‘পোর্টেবল ইনসুলিন কুলার’। 

কুলারটি দেখতে ছোট্ট টিফিন বক্সের মতো। মাইক্রো কন্ট্রোলার সিস্টেমের মাধ্যমে তৈরি হয়েছে এই যন্ত্রটি। ৫-৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবে যন্ত্রটি। 

সঙ্গে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এক ঘণ্টা চার্জ করলে ১০-১২ ঘণ্টা মেশিনটি সক্রিয় থাকবে৷ অর্থাৎ ইনসুলিনসহ অন্যান্য ওষুধ নিয়ে ১২ ঘণ্টা নিশ্চিন্তে সফর করতে পারবেন রোগীরা। 

ইনসুলিন কুলারটির ওজন ৩০০-৪০০ গ্রামের মতো। যন্ত্রটির দাম হতে পারে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো। সূত্র: সংবাদ প্রতিদিন। 

ডায়াবেটিস সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম