করোনার কারণে ক্যান্সার রোগীদের জন্য বিকল্প ব্যবস্থা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:২১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ভাইরাস সংক্রমণ যেন না ছড়ায়, সে জন্য কার্যত লকডাউনে রাখা হয়েছে পুরো দেশকে। নিরাপত্তার কারণে মানুষদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এই সময়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর মধ্যে ক্যান্সারের রোগীরা অন্যতম। বাংলাদেশে এই মুহূর্তে ১২ থেকে ১৫ লাখ ক্যান্সারের রোগী রয়েছেন। সামাজিক দূরত্ব এবং লকডাউনের জন্য ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা সাময়িকভাবে ব্যহত হচ্ছে।
তাই দেশের এই ক্রান্তিলগ্নে ক্যান্সার রোগীদের সেবায় ‘মেডিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ‘ টেলিফোনে পরামর্শ প্রদানের ব্যবস্থা করেছে।
দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যান্সার রোগীরা যে কোনো সমস্যার জন্য টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।
হটলাইন: ০১৮১৯৪৯২৪২৩, ০১৭১২০৭৮৮৮২, ০১৭১২১৮৪৯১৯, ০১৭১২২৪৫৯৪৪, ০১৭১১০৩৬৬৫৪, ০১৯৬০৯০০৪১১।
এছাড়া ফেসবুক পেইজে প্রশ্ন করতে পারেন: www.facebook.com/medicaloncologysocietybangladesh
ই-মেইল করেও যোগাযোগ করা যাবে- ibt info@mosbd.org
