যুগান্তর আলাপনে এবারের অতিথি হেপাটোলজিস্ট ডা. মামুন আল মাহতাব
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২০, ০৪:০৮ পিএম
হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
|
ফলো করুন |
|
|---|---|
রেনাটা লিমিটেড নিবেদিত যুগান্তর আলাপনে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।
বৃহস্পতিবার রাত ৮টায় যুগান্তরের ফেসবুক পাতায় ‘যুগান্তর আলাপনে’ অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় এই হেপাটোলজিস্ট। ‘যুগান্তর আলাপন’ উপস্থাপনা করছেন যাকারিয়া ইবনে ইউসুফ।
অনুষ্ঠানের এবারের বিষয়- পরিপাকতন্ত্র ও লিভার জটিলতা। এ বিষয়ে দর্শকের কোনো জিজ্ঞাসা থাকলে লাইভ অনুষ্ঠানে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ১১ জন সদস্য নির্বাচিত করেছে, তার মধ্যে ডা. মামুনই বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত সদস্য। প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ডা. মামুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করবেন।
অধ্যাপক ডা. মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
