করোনায় আক্রান্ত রোগী কখন হাসপাতালে ভর্তি জরুরি?
ডা. মারুফ রায়হান খান
প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৩:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস মহামারীতে চিকিৎসকরা বলছেন এ ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগীকেই বাসায় রেখেই সুস্থ করা সম্ভব। কিন্তু অবস্থা গুরুতর হলে তখন আর বাসায় সুস্থ হওয়া সম্ভব নয়।
আসুন জেনে নিই কখন করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালের জরুরি ভিত্তিতে ভর্তি করতে হবে-
১. শ্বাসকষ্ট শুরু হলে
২. ঠোঁট, জিহ্বা, মুখ ইত্যাদি নীলচে রঙ ধারণ করলে
৩. পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশান ৯৩% এর নিচে নেমে গেলে
৪. জ্বর এবং কাশির অবনতি হতে থাকলে
৫. অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে
৬. অসময়ে অতিরিক্ত ঝিমুতে থাকা/ কোনোভাবে জাগিয়ে রাখা যাচ্ছে না/কিছু মনে রাখতে না পারছে না/ সময়-স্থান-মানুষ চিনতে পারছে না/অজ্ঞান হয়ে গেলে।
৭. বুকে চলমান ব্যথা/চাপ অনুভূত হতে থাকলে।
এমন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে করণীয়
# ১-৩ নাম্বার সমস্যাগুলো দেখা দিলে রোগীকে উপুড় করে শুইয়ে দিন। বাসায় অক্সিজেন সিলিন্ডার থাকলে অক্সিজেন দিন।
# আতঙ্কিত না হয়ে দ্রুত যানবাহন অথবা অ্যাম্বুল্যান্স কল করুন।
লেখক: ডা. মারুফ রায়হান খান
ঢাকার একটি কভিড স্পেশালাইজড হাসপাতালে কর্মরত
