Logo
Logo
×

ডাক্তার আছেন

আলসারেটিভ কোলাইটিস রোগ কাদের হয়, উপসর্গ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৪:০২ এএম

আলসারেটিভ কোলাইটিস রোগ কাদের হয়, উপসর্গ

ফাইল ছবি

ঘন ঘন পাতলা পায়খানা কিংবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন।  দীর্ঘ দিন এই রোগ শরীরে বয়ে বেড়ালে স্বাস্থ্য দুর্বল থাকে।  অস্বস্তির কারণে দুশ্চিন্তা ভর করে মনে।  সঠিক চিকিৎসা নিয়ে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। 

এই ধরণের লক্ষণকে আলসারেটিভ কোলাইটিস বলা হয়।  এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন বৃহদান্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক। 

আলসারেটিভ কোলাইটিস আগে ইউরোপ ও আমেরিকাতে দেখা গেলেও উপমহাদেশের জনগণের মধ্যে ছিল কদাচিৎ।  বর্তমানে পশ্চিমা দেশগুলোর খাদ্যাভ্যাস ও সংস্কৃতি অনুকরণের ফলে আমাদের দেশের জনগণের মধ্যেও দেখা যাচ্ছে আলসারেটিভ কোলাইটিস।  এ রোগটি সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সের মাঝামাঝি লোকজনের মধ্যেই বেশি দেখা যায়।  

কাদের হয়

আলসারেটিভ কোলাইটিস ঠিক কাদের হয় তার কারণ সঠিকভাবে জানা যায়নি।  মামাতো, চাচাতো, খালাতো ও ফুফাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। তবে কেউ কেউ মনে করেন কোলনের অন্ত্রগাত্রের আবরণ যদি দুর্বল হয় তবে এ রোগ হতে পারে।

কেউ যদি খুবই দুশ্চিন্তায় ভোগে, দুধ কিংবা দুগ্ধজাতীয় খাবার খায় অথবা আমাশয়ে ভোগে আলসারেটিভ কোলাইটিসের উপসর্গগুলো বারবার দেখা দিতে পারে।

উপসর্গ

* ঘন ঘন পাতলা পায়খানা হওয়া;

* পায়খানার সঙ্গে রক্ত যাওয়া;

* অনেক সময় এমনিতেই মলদ্বার দিয়ে মিউকাস কিংবা আমজাতীয় পদার্থ বের হওয়া;

* রক্ত যাওয়া,

* তল পেটে মোচড় দেয়া এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড পায়খানার বেগ অনুভব হওয়া;

* সময়মতো বাথরুমে যেতে না পারলে;

* পায়খানা হয়ে কাপড় নষ্ট হতে পারে;

* ঘন ঘন পাতলা পায়খানা ও রক্ত যাওয়ার ফলে রোগীর পানি, লবণ এবং রক্তশূন্যতা দেখা দেওয়া ইত্যাদি।

 

পায়ুপথের রোগ লক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম