|
ফলো করুন |
|
|---|---|
উচ্চ রক্তচাপকে আমরা নানাভাবে নানা ভাষায় আমরা কথা বলে থাকি, আসলে নানানভাবে আমরা চিনে থাকি. অনেক সময় ধরা হয় যে উচ্চ রক্তচাপ, মানে এইটাই একটা রোগ। আসলে উচ্চ রক্তচাপ কোনো রোগ না। এটা অন্য রোগের ইঙ্গিত।
আমাদের দেশে এখন তরুণরাও উচ্চ রক্তচাপে ভুগছে।
প্রখ্যাত হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুমন্ত কুমার সাহা এসব কথা বলেন।
তিনি বলেন, হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ মনে আমাদের দেশের রোগীরা সবাই ফার্মেসিতে যায়। মানে গিয়ে বলে ভাই আমার প্রেশারটা একটু বেশি। অথবা নিকটস্থ কোনো কোয়াকের কাছে বা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে উচ্চ রক্তচাপের ওষুধ নিচ্ছে। তবে প্রাথমিকভাবে যদি কেউ ডাক্তারের শরণাপন্ন হতেন তাহলে সঠিক চিকিৎসা হতো।
যাদের বয়স চল্লিশের নিচে. এবং তারা যখন উচ্চরক্তচাপে ভুগছেন তাদের উচ্চরক্তচাপ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। কারণ, ৪০-এর নিচের বয়সের কেউ উচ্চরক্তচাপে ভুগা মানে তার শরীরে আরও মারাত্মক কোনো রোগের ইঙ্গিতও হতে পারে।
সেক্ষেত্রে অবশ্যই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা নিতে হবে।
তাদের জন্য আমার পরামর্শ হলো-মেডিসিন বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞ কোন ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই সেই কারণটাকে খুঁজে বের করতে হবে।
